ঈদের আগে হচ্ছে না ফাইনাল প্রফ পরীক্ষা

মো. মনির উদ্দিন: আসন্ন ঈদ-উল-আযহার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ সোমবার (১২ জুলাই) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ঢাবি মেডিসিন অনুষদের ডিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে যেহেতু লকডাউন শিথিলের সিদ্ধান্ত আসছে। তাহলে আমরা বিষয়টি নিয়ে বসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় খুলতে হবে। ঈদের পরে বিশ্ববিদ্যালয় খোলা হবে। কবে খোলা হবে সে সিদ্ধান্ত আগে জানি। এর ভিত্তিতেই পরীক্ষার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
তাহলে ঈদের আগে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না। ঈদের আগে হচ্ছে না। পরিস্থিতি ভালো না। এখন আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। যেভাবে সংক্রমণ বাড়ছে, মানুষ মারা যাচ্ছে—প্রতিদিন দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।’
এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির মেডিকেলগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। ওই দিন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবীর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ পাওয়ার এ পরীক্ষা।
ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি নোটিসে বলা হয়েছে, ‘এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সরকারের নির্দেশনানুযায়ী আগামী সোমবার (২৮ জুন) হতে সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হইয়াছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সকল সরকারি/বেসরকারি মেডিকেল এবং সকল সরকারি/বেসরকারি নার্সিং কলেজ অনুষ্ঠিতব্য Final Professional MBBS Exam November-2020 (New), January-2021 (Old) Curriculum & 3rd, 4th year B.Sc. in Nursing July-2021 পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হইল।’
পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও নোটিসে বলা হয়েছে।
এর আগে গত ১০ জুন ঢাবির মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়। ঢাবি মেডিসিন অনুষদের ডিন স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিস অনুযায়ী, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
এ সময়সূচি প্রকাশের এক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নভেম্বর ২০২০ ও জানুয়ারি ২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে আয়োজনের নির্দেশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলককে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নভেম্বর ২০২০ ও জানুয়ারি ২০২১ সেশনের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা জুন ২০২১ এর শেষ সপ্তাহের সুবিধাজনক সময়ে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
-
১৬ জানুয়ারী, ২০২২
শিক্ষাকাল পূর্ণ হওয়ার আগে রুটিন
ফাইনাল প্রফ পরীক্ষা পেছানোর দাবি রাবির মেডিকেল শিক্ষার্থীদের
-
১০ নভেম্বর, ২০২১
-
২৪ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
১৭ জুলাই, ২০২১
-
১২ জুলাই, ২০২১
