ডা. ফরহাদকে হেনস্তাকারী ইউএনওকে প্রত্যাহার দাবি এফডিএসআর’র

মেডিভয়েস রিপোর্ট: ডা. ফরহাদ কবিরকে হেনস্তাকারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলামকে প্রত্যাহার ও শাস্তির দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)।
আজ রোববার (৪ জুলাই) সংগঠনটির চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, গত ২ জুলাই সন্ধ্যায় রোগী দেখার জন্য মোটর সাইকেলযোগে সাতকানিয়া পৌর এলাকায় চেম্বারে যাওয়ার সময় ডা. ফরহাদ কবিরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম অন্যায়ভাবে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে জরিমানা করার পাশাপাশি তাকে আটক করে জেলে পাঠানোরও হুমকি প্রদান করেন এবং ক্ষুব্ধস্বরে সমগ্র চিকিৎসক সমাজকে নিয়ে খুবই আপত্তিকর ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর ইউএনও তার সাথে থাকা লোকদের চিকিৎসকের ছবি তুলতে বলেন এবং ছবিসহ চিকিৎসককে যে জরিমানা করেছেন সেটা পত্রিকায় প্রকাশের হুমকি দেন। শুধু তাই নয় পরবর্তীতে তিনি মিডিয়ায় এই ঘটনা নিয়ে মিথ্যাচার করে চিকিৎসক সমাজের সম্মানহানি ঘটিয়েছেন। মিডিয়ার কাছে চিকিৎসকের বিরূদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেসব বানোয়াট অভিযোগের কথা বলেছেন, প্রদত্ত মামলার ধারার সাথে তার কোনো মিল নাই।’
এতে আরও বলা হয়, ‘এই ঘটনায় চূড়ান্তভাবে অপমানিত ডা. ফরহাদ কবির বর্তমানে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বোধ করছেন। চিকিৎসক নিগ্রহের এহেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা এফডিএসআরের পক্ষ থেকে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি। সেই সাথে ক্ষমতার অপব্যবহারকারী, বেআইনিভাবে শাস্তি প্রদানকারী চিকিৎসক নিগ্রহকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
প্রসঙ্গত, শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে ডা. ফরহাদ কবিরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি সাতকানিয়া পৌরসভার নাছির ফার্মেসি এবং মক্কা ফার্মেসিতে নিয়মিত চেম্বার করেন। মোটরসাইকেলযোগে সাতকানিয়া পৌর এলাকার চেম্বারে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম তাঁকে এই জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মেডিভয়েসকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের সর্বমহলে যোগাযোগ চলছে, যেভাবেই এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ঘটনাটি জেলা প্রশাসক, কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকসহ সবাই অবগত আছেন। এ বিষয়ে দ্রুত যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে।’
-
১৪ অগাস্ট, ২০২২
-
১১ অগাস্ট, ২০২২
-
০৬ জুলাই, ২০২১
-
০৪ জুলাই, ২০২১
-
০৪ জুলাই, ২০২১
-
০৭ এপ্রিল, ২০২১
-
৩০ মার্চ, ২০২১
-
১৯ ফেব্রুয়ারী, ২০২১
-
২১ জানুয়ারী, ২০২১