
ডা. নুসরাত সুলতানা লিমা
সহযোগী অধ্যাপক (ভাইরোলজি),
পিএইচডি গবেষক (মলিকুলার বায়োলজি),
ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স এন্ড হেল্থ ইনিশিয়েটিভস।
২৯ জুন, ২০২১ ০৬:৩৮ পিএম
‘দয়া করে সঠিকভাবে মাস্ক পরুন’

ডেল্টা ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে "The Fastest and the Fittest" এবং "Extremely Dangerous"। কারণ এটি মারাত্মক সংক্রামক। এমনকি ইউকে বা আল্ফা ভ্যারিয়েন্টের চেয়েও ৫০ থেকে ৬০ শতাংশ বেশী সংক্রামক। স্বাভাবিকভাবেই সংক্রমনের হার যত বাড়বে, স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর চাপও তত বাড়বে। তার সাথে সাথে বাড়বে মৃতের সংখ্যা।
ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকাতেও যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং তা মারাত্মক সংক্রামক তা আমরা আরটি-পিসিআরের সিটি ভ্যালু দেখেও ধারনা করতে পারছি। বেশির ভাগ পজিটিভ কেইসেই ভাইরাল লোড অত্যন্ত বেশী, যা প্রমাণ করে ভাইরাসটির মারাত্মক সংক্রমণ ক্ষমতা।
গোদের উপর বিষফোঁড়া ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্টের E484Q মিউটেশনের সাথে বিটা বা সাউথ আফ্রিক্যান ভ্যারিয়েন্টের K417N মিউটেশন যুক্ত হয়ে এই ভ্যারিয়েন্টের সৃষ্টি। ইতোমধ্যে ১১ টি দেশে এটি পাওয়া গেছে। ভারতের তিনটি প্রদেশে ৪০ জনের দেহে ইতোমধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ৭ জনের উপর স্টাডি করে দেখা গেছে, তিন জন ভ্যাক্সিনের পূর্ণ ডোজ নিয়েছেন এবং হোম আইসোলেশনে ছিলেন। আর বাকী ৪ জন যারা ভ্যাক্সিন নেননি। তাদের সকলকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং এদের মাঝে ২ জন ইতোমধ্যে মারাও গেছেন।
সুতরাং ভাইরাসের সংক্রমণের চেইন ভাঙ্গার জন্য ভ্যাক্সিনই প্রধান ভরসাস্থল। কঠিন আইন করে বাধ্যতামূলকভাবে মাস্ক পরানো না গেলে পরিস্থিতি ভয়াবহরূপ ধারণ করবে। দয়া করে সঠিকভাবে মাস্ক পরুন।
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
২৮ অগাস্ট, ২০২৩
-
২০ অগাস্ট, ২০২৩
-
১৯ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩
-
০৫ অগাস্ট, ২০২৩
-
২২ জুলাই, ২০২৩
-
১৫ জুলাই, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩
-
০৫ জুলাই, ২০২৩