আরেকবার পরীক্ষার সুযোগ পাবেন জানুয়ারি ২১ সেশনে কোর্সআউট হওয়া চিকিৎসকরা

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে জুলাই ২০২০ সেশনের পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমই) ও অধিভুক্ত ইনস্টিটিউটে অধ্যয়নরত রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকরা আরেকবার পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। এতে অনেক চিকিৎসকের কোর্সআউটের শঙ্কা কেটে গেলো।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন রাতে মেডিভয়েসকে বলেন, ‘করোনাকালে বিগত প্রায় দেড় বছরে রেসিডেন্সি, নন-রেসিডেন্সি কোর্সের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এতে রেসিডেন্সি, নন-রেসিডেন্সি চিকিৎসকদের একাংশের কোর্সআউট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কথা মাথায় রেখে মানবিক কারণে তাদের একটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আজ অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে।’
প্রসঙ্গত, রেসিডেন্সি পরীক্ষায় একজন শিক্ষার্থী নিয়মিত সময়ে পরীক্ষার পরেও আরো চারবার পরীক্ষায় অংশ নিতে পারেন। এসব পরীক্ষায় অকৃতকার্য হলে তখন তিনি কোর্স থেকে আউট হয়ে যান। করোনার কারণে এবার জুলাই ২০২০ শেসনের পরীক্ষা, জানুয়ারি ২০২১ সেশনের সাথে অনুষ্ঠিত হয়। ফলে শিক্ষার্থীরা একবার পরীক্ষায় অংশ নিতে পারেনি। এজন্য কোর্সআউটের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা আরেকবার তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
এ অবস্থায় এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে তাদেরকে একবার পরীক্ষার সুযোগ প্রদানের সিদ্ধান্ত নিল বিএসএমএমইউ। এ আদেশের ফলে অপেক্ষায় থাকা চিকিৎসদের কোর্সআউটের শঙ্কা কেটে গেলো।
-
২৬ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৫ ফেব্রুয়ারী, ২০২২
-
২৪ জানুয়ারী, ২০২২
-
০১ জানুয়ারী, ২০২২
-
০৯ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
০৩ অক্টোবর, ২০২১
-
৩১ অগাস্ট, ২০২১
