২৩ জুন, ২০২১ ০৫:৪৯ পিএম

অধ্যাপক হলেন তিন চিকিৎসক

অধ্যাপক হলেন তিন চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৭ জুন ২০২১ তারিখের ৩৭৪ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তারা গত ৮ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ডা. মো. আব্দুল্লাহ আলমগীর ও খুলনা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বাপ্পা গৌতম।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. মো. হাফিজুল ইসলাম। পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকরা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।  

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেক করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক