২৩ জুন, ২০২১ ১০:৫৫ এএম

রামেকে আরও ১৬ জনের মৃত্যু

রামেকে আরও ১৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।।

আজ বুধবার (২১ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকি আটজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

করোনা সংক্রমণে মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, নাটোরের এক জন, নওগাঁর এক জন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক চার ভাগ।

এদিকে একদিনে হাসপাতালটির করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৬০ জন। হাসপাতাটির ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০১ জন। এরমধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২৯ জন, করোনাক্রান্ত রয়েছেন ১৮১ জন। এছাড়া মোট ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসের বিপর্যস্ত রাজশাহীতে ১১ জুন (শুক্রবার) থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ বিশেষ লকডাউন ১৭ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায়ও সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক