কক্সবাজার মেডিকেলে দ্বিতীয় প্রফের ফরম পূরণে অনিয়মের অভিযোগ

সাখাওয়াত আল হোসাইন: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত কক্সবাজার মেডিকেল কলেজ ২০১৭-২০১৮ সেশনের দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণ ও ফি প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণ ও ফি প্রদানের জন্য ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করলেও কলেজ কর্তৃপক্ষ ১৮ তারিখ জুনের মধ্যে এসব সম্পাদনের তাগিদ দিচ্ছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের একজন শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘সিএমইউ থেকে আমাদের নোটিশ দিয়েছে দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষার ফরম পূরণ ও ফি প্রদানের তারিখ ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। কিন্তু কলেজের স্টাফ মাইনুল হাসান যিনি এই সব কাজগুলা দেখাশোনা করেন। উনি আমাদের এই মাসের ১৮ তারিখের মধ্যে ফরম পূরণ ও ফি প্রদানে করতে বাধ্য করছেন বারবার। অনেকে আসবে দূরদূরান্ত থেকে আগামী ২৫ জুন টিকা প্রদানের তারিখ। এক সপ্তাহের ভিতর দুইবার আসা-যাওয়া খুব কষ্ট হয়ে যাবে।’
এদিকে সিএমইউ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধীনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় প্রফেশনাল এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নভেম্বর-২০২০ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমাদানের জন্য নিম্ন বর্ণিত তারিখ নির্ধারণ করা হলো।’
১. বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের অর্থ পে-অর্ডার করে জমাদানের সময়সূচি ২০ জুন ২০২১ থেকে ৫ জুলাই ২০২১ দুপুর দুইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।
২. বিলম্ব ফিসহ ফরম পূরণের অর্থ পে-অর্ডার করে জমাদানের সময়সূচি ৭ জুলাই থেকে ১৩ জুলাই ২০২১ দুপুর দুইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।
জানতে চাইলে কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া মেডিভয়েসকে বলেন, ‘সিএমইউর নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরে কিছুই হচ্ছে না। এর পরও শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তারা লিখিত আকারে আমাদের কাছে উপস্থাপন করতে পারে। আমরা বিবেচনা করবো।’
-
২২ নভেম্বর, ২০২১
-
১৫ জুন, ২০২১
