১৫ জুন, ২০২১ ০৮:১৬ পিএম

সিএমইউর প্রথম প্রফ পরীক্ষার রুটিন প্রকাশ

সিএমইউর প্রথম প্রফ পরীক্ষার রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস ও বিডিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে এমবিবিএস ও বিডিএস প্রথম প্রফেশনাল পরীক্ষা শুরু হবে।

আজ মঙ্গলবার (১৫ জুন) সিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমবিবিএস প্রথম প্রফেশনাল এমবিবিএস ও বিডিএস (নতুন সিলেবাস ২০১২) নভেম্বর ২০২০ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। ৫ জুলাই থেকে শুরু হওয়া বিডিএস পরীক্ষা চলবে ১২ জুলাই পর্যন্ত এবং এমবিবিএস পরীক্ষা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রুটিন প্রকাশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত