১৫ জুন, ২০২১ ০৪:৫১ পিএম

শান্তিরক্ষা মিশনে মনোনয়ন পেলেন দুই নারী চিকিৎসক

শান্তিরক্ষা মিশনে মনোনয়ন পেলেন দুই নারী চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে নারী মেডিকেল অফিসার হিসেবে মনোনয়ন পেয়েছেন দুই চিকিৎসক।

রোববার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব জাকিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার (নারী) হিসেবে প্রেরণের নিমিত্ত নিম্নোক্ত কর্মকর্তাদের নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।’

মনোনয়ন পাওয়া দুই নারী হলেন, রাজধানীর কমিউনিটি বেইজড হেলথ্ কেয়ারের (সিবিএইচসি) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ফারহানা তাহের মুনমুন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সৈয়দা রহিমা আক্তার রুমি।

সদ্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে মনোনয়ন পাওয়া ডা. সৈয়দা রহিমা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘চিকিৎসকদের জীবনটা খুবই চ্যালেঞ্জিং। আর এর সাথে মিশনের ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং। অনেকের কাছে এই জীবনটাও একটা স্বপ্নের মত। প্রতিবছরই কেউ না কেউ মিশনে যাচ্ছে। আসলে আমরা অনেকে অনেক কিছুই না জানার কারণে মিস করি।’

মেডিভয়েসকে কৃজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আবেদনের বিজ্ঞপ্তিটি আমি আরও কয়েক মাস আগে মেডিভয়েসের রিপোর্টের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে ওটা দেখেই আবেদন করি। অবশেষে আমার আবেদনটি গৃহীত হয়েছে এবং আমি শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত হয়েছি। এ জন্য আমি মেডিভয়েসের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট ও স্বাস্থ্যসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক