দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

মেডিভয়েস রিপোর্ট: দেশে পৌঁছেছে সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনা টিকা। বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে এই টিকা পাঠিয়েছে চীন।
আজ রোববার (১৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় বিমানবাহিনীর দুটি বিমান এই টিকা নিয়ে হযরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
একই দিন দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০ জে পরিবহন বিমান করোনাভাইরাসের ছয় লাখ ডোজ টিকা নিয়ে সকাল ১০ টায় চীন হতে দেশের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে। বিমান দুটি বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় এসে পৌঁছাবে।
এর আগে সকালে চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনটি ছবি প্রকাশ করে জানান, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও চীন সরকার। এরই অংশ হিসেবে টিকা উপহার দিয়েছে দেশটি। এর আগেও গত ১২ মে চীনের উপহার হিসেবে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
স্বাস্থ্য খাতের সংস্কার প্রতিবেদনে সুপারিশ
রোগী থেকে সরাসরি টাকা গ্রহণ নয়, চিকিৎসক হবেন বেতনভুক্ত কর্মচারী
