০৭ জুন, ২০২১ ১২:২৭ পিএম

সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা ১১ জুন

সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা ১১ জুন
প্রতীক ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১১ জুন)। ওই দিন ঢাকায় বিকাল ৩টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

রোববার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) যুগ্মসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স [১০ম গ্রেড] [বিজ্ঞপ্তির তারিখ: ০১.০৩.২০২০; বিজ্ঞপ্তি নম্বর: ০১] পদের লিখিত পরীক্ষা আগামী ১১.০৬.২০২১ তারিখ (শুক্রবার) বেলা ৩.০০টা থেকে বেলা ৫.০০টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।

উল্লেখিত পদের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

►বিজ্ঞপ্তি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্স নিয়োগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত