ভিয়েতনামে করোনার ‘হাইব্রিড’ ধরন শনাক্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত করেছে ভিয়েতনাম। এর নাম দেয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড।
ভিয়েতনামের স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, এটি ভারতীয় ও যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের একটি সংমিশ্রণ এবং এটি বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
আজ রোববার (৩০ মে) সকালে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী একটি সরকারি বৈঠকে বলেন, ভারত ও যুক্তরাজ্যে পাওয়া কোভিড ভ্যারিয়েন্টের সংমিশ্রণে একটি নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট ভিয়েতনামে পাওয়া গেছে।’
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে কোভিড শনাক্ত হয়েছিল, তারপর এর হাজারো রূপান্তর ঘটেছে গেছে। নতুন করে সন্ধান পাওয়া ‘হাইব্রিড’ এই ভ্যারিয়েন্টটি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যায়।
