পাঁচটি হেলথ ইনস্টিটিউটে ১৯০টি পদ সৃজন

মেডিভয়েস রিপোর্ট: দেশের পাঁচটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থায়ী ও অস্থায়ীভাবে রাজস্বখাতে ১৯০টি পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে পাঁচটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (চট্রগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট এবং খুলনা) এর রাজস্বখাতে ১৯০টি পদ (তন্মধ্যে ৮০টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং ১১০টি নন-ক্যাডার পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে) সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
নতুন সৃজিত পদগুলোর মধ্যে অধ্যক্ষ পদে পাঁচটি, সহকারী অধ্যাপক পদে ২৫টি, সহকারী সার্জন পদে ১০টি, প্রভাষক পদে ৪০টি, ইন্সট্রাক্টর পদে ৮০টি, উচ্চমান সহকারী পদে পাঁচটি, হিসাব রক্ষক পদে পাঁচটি, স্টোর কিপার পদে পাঁচটি, আর্টিস্ট পদে পাঁচটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচটি, অফিস সহায়ক পদে পাঁচটি পদ সৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।
-
১৯ এপ্রিল, ২০২২
-
০৪ মার্চ, ২০২২
-
০২ অক্টোবর, ২০২১
-
২৫ অগাস্ট, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৭ জুন, ২০২১
-
০৪ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৩ এপ্রিল, ২০২১
