২৬ এপ্রিল, ২০২১ ০৯:৩৬ পিএম

এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি শুরু ২২ মে

এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি শুরু ২২ মে
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ এবং এমবিবিএস কোর্সে ভর্তি ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এমবিএস কোর্সে ভর্তি শুরু আগামী ২২ মে ও ক্লাস শুরু এক জুলাই।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৮ সকাল সাড়ে ১১টায় অনলাইন জুম সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ এবং এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির কর্মপরিকল্পনা অনুমোদন প্রদান করা হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ দেশী শিক্ষার্থীদের ভর্তি ২২ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। অপরদিকে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি ১৫ জুন শুরু হয়ে ৩০ জুন শেষ হবে। একইসঙ্গে বেসরকারি মেডিকেলে ভর্তি এক জুলাই থেতে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে পুনঃনির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ ১১জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথমবর্ষের ক্লাশ শুরু হবে এক আগস্ট। 

এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক