১৫ এপ্রিল, ২০২১ ১২:১৫ পিএম

এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু আজ

এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু আজ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জুলাই-২০২১ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিড টার্ম, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ১৬ মে পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, আগামী জুলাই ২০২১ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়মানুযায়ী ১৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই বিসিপিএসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে এবং এর আগে বিসিপিএসের ব্যাংকে ফি জমা দিতে হবে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত