আট মেডিকেলে রিউমাটোলজির ৩১টি পদ সৃজন

মেডিভয়েস রিপোর্ট: দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে রিউমাটোলজি বিভাগের জন্য রাজস্বখাতে ৩১টি নতুন ক্যাডার পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১২ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে আটটি সরকারি মেডিকেল কলেজে রিউমাটোলজি বিভাগের জন্য রাজস্বখাতে ৩১টি ক্যাডার পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
নতুন সৃজিত পদগুলোর মধ্যে অধ্যাপক পদে ছয়টি, সহযোগী অধ্যাপক পদে ১০টি, সহকারী অধ্যাপক পদে ১৫টি পদ সৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।
-
১৯ এপ্রিল, ২০২২
-
০৪ মার্চ, ২০২২
-
০২ অক্টোবর, ২০২১
-
২৫ অগাস্ট, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৭ জুন, ২০২১
-
০৪ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৩ এপ্রিল, ২০২১
