০৯ এপ্রিল, ২০২১ ১২:৩৭ পিএম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে করানার সংক্রমণ ক্রমেই ভয়ানক আকার ধারণ করছে। এ অবস্থায় সরকার সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্বক লকডাউনের কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। একইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।’

এ সময় চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। যা ১১ এপ্রিল রাতে শেষ হবে। তবে এ সময় নির্দেশনা অমাণ্য করে জনগণ। ব্যবসায় প্রতিষ্ঠান খোলে দেওয়াসহ নানা দাবিতে আন্দোলনেও নামতে দেখা যায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক