০৮ এপ্রিল, ২০২১ ১২:২৬ পিএম

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে ১৪টি পদ সৃজন

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে ১৪টি পদ সৃজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ১৪টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে প্রশাসন-১ শাখার ১৫ ডিসেম্বর-২০১২ সালের ৪৫.১৩৭.০১৫.০০.০০১.২০১১-১৫৬৯ এবং ২৩ ফ্রেরুয়ারি-২০১৫ সালের ৪৫.১৩৭.০১৫.০০.০০.০০১.২০১১-৩৮৮ সংখ্যক স্মারকের অনুবৃত্তিক্রমে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত ০৩/০৫/০৩ তারিখের মন্ত্রিপরিষদ বিভাগ/ক: বি: শা:/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক সরকারি আদেশে প্রদত্ত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজিত নিম্নবর্ণিত ১১টি পদ ০১ জুন-২০২০ থেকে ৩১ মে-২০২১ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জরী জ্ঞাপন করছি।’

নতুন সৃজন করা পদগুলো হলো, মহাপরিচালক পদে একটি, পরিচালক পদে দুটি, উপপরিচালক পদে চারটি, সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একটি ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে  তিনটি পদ সৃজন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের ব্যয়ভার স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কোড থেকে মিটানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদ সৃজন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক