০৪ এপ্রিল, ২০২১ ০৮:২২ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন
মিশরী মুনমুন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হয়েছেন মিশরী মুনমুন। আজ রোববার (৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

তাঁর রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ভর্তি পরীক্ষায় তিনি মোট ২৮৭.২৫ নম্বর পেয়েছেন। ১০০ নম্বরের মধ্যে মিশরীর স্কোর ৮৭ দশমিক ২৫।

পাবনা জেলার রাধানগরের (নারায়ণপুর) মেয়ে মিশরীর পিতা আব্দুল করিম স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন। মা মোসাম্মাত মুসলিমা খাতুন একজন গৃহিনী।

তিনি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি ও ২০২০ সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক