করোনায় নার্স নিয়োগ পরীক্ষা স্থগিত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে । পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০ এপ্রিল।
আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ১০ গ্রেডের লিখিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই পদের লিখিত পরীক্ষার পুননির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
-
০৬ মে, ২০২২
-
১৬ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২১ অক্টোবর, ২০২১
-
২৯ অগাস্ট, ২০২১
-
০৭ জুন, ২০২১
-
৩১ মার্চ, ২০২১
-
২৬ মার্চ, ২০২১
-
১১ মে, ২০২০
