আবারও ৬০ ভাগ ভাড়া বাড়লো গণপরিবহনে

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতে আগামী বুধবার থেবে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করবে দেশের সকল গণপরিবহন। এ সময় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতুমন্ত্রী জানান, ‘আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী দুই সপ্তাহ তা বহাল থাকবে।’
এর আগে গতকাল (সোমবার) গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। যার মধ্যে গণপরিবহনে যাত্রী পরিবহনের জন্যেও নির্দেশনা প্রদান করা হয়।
সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত ও প্রয়োজনে বন্ধ রাখারও সুপারিশ করা হয় ওই নির্দেশনায়।
সরকারের এ নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তাঁরা জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ ভাগ ভাড়া বাড়াতে হবে বলেও উল্লেখ করেন এই পরিবহন নেতা।
মালিকদের ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবির বিষয়টি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর বিষয়টি জানালেন মন্ত্রী।
এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এরও আগে লগডাউন চলাকালে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ রাখে সরকার।
-
০২ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
২৭ মে, ২০২৩
-
২৬ মে, ২০২৩
-
০৯ মে, ২০২৩