বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

মেডিভয়েস রিপোর্ট: দেশে মহামারী করোনাভাইরাসের প্রভাবে সংক্রমণ ও মৃত্যুর হার কোনওভাবেই কমছে না। ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৯০৪ জন। এ সময় আরও তিন হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। আর তাদের মধ্যে প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২৪টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২২ হাজার ১৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। পরীক্ষায় আরও তিন হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ১৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় আট হাজার ৯০৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৭১৬ জন (৭৫ দশমিক ৪৩ ভাগ) ও নারী দুই হাজার ১৮৮ জন (২৪ দশমিক ৫৭ ভাগ)।
-
১৫ জুলাই, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১০ এপ্রিল, ২০২১
-
০৩ এপ্রিল, ২০২১
-
১৯ নভেম্বর, ২০২০
