করোনায় অধ্যাপক ডা. সুলতান উল আলমের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. সুলতান উল আলম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ সোমবার (১৫ মার্চ) ভোর তিনটায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
অধ্যাপক সুলতান উল আলম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং একই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন সাবেক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবর্তায় তাঁরা ডা. অলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
অধ্যাপক ডা. সুলতান উল আলমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
২৮ নভেম্বর, ২০২৩
-
২৩ নভেম্বর, ২০২৩
-
২৩ নভেম্বর, ২০২৩
-
১৭ নভেম্বর, ২০২৩
-
১৬ নভেম্বর, ২০২৩
-
১৫ নভেম্বর, ২০২৩
-
১০ নভেম্বর, ২০২৩
-
০৯ নভেম্বর, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২৩
-
০৪ নভেম্বর, ২০২৩