১৪ মার্চ, ২০২১ ০৩:২৯ পিএম

ডা. সৈয়দ আলী আহসানকে চাকরি থেকে অব্যাহতি

ডা. সৈয়দ আলী আহসানকে চাকরি থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের আইএমও ডা. সৈয়দ আলী আহসানকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গত ১০ মার্চ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সেবা বিভাগের পার-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের আরও বলা হয়েছে, ‘ডা. সৈয়দ আলী আহসান (কোড নং-১২৬২২৯), আইএমও (ইএনটি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ০৬/১০/২০২০ খ্রি: তারিখ হতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করতঃ সরকারি চাকরি হতে অব্যাহতি প্রদান করা হলো।’

সংশ্লিষ্ট কর্মকর্তার সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় ইস্তফা প্রদানের ফলে বিধি মোতাবেক তিনি সরকারি কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে তাঁর ভবিষ্য তহবিলের জমাকৃত অর্থ বিধি মোতাবেক প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত