২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:০৭ পিএম

সস্ত্রীক টিকা নিলেন তোফায়েল আহমেদ

সস্ত্রীক টিকা নিলেন তোফায়েল আহমেদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও তাঁর সহধর্মিণী আনোয়ারা আহমেদ।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে টিকা নেন প্রবীণ এ রাজনীতিবিদ।

টিকা নেওয়ার পর তাঁর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এবং তিনি সুস্থ আছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর গত ২৭ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। ওই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়।

এরপর গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু। ওই দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর থেকে দেশব্যাপী বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষ টিকা গ্রহণ করছেন।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। ৭ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এরমধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন, নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক