নন-ক্যাডার থেকে ক্যাডার হলেন ৯৪ কর্মকর্তা

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার গত ১৭ সেপ্টেম্বর ৫৯,০০,০০০০,১১০,৯৯,০০৮,১৯,৩০৫ সংখ্যক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে ১১ সেপ্টেম্বর ১৯৯৫ সাল থেকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের অন্তভুক্ত করা হয়। বর্ণিত কর্মকর্তারা বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার পদে যোগদান করবেন। বিধি মোতাবেক তাঁদের যোগদানপত্র গৃহীত হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
৩১ ডিসেম্বর, ২০২২
-
৩০ ডিসেম্বর, ২০২২
-
১৭ নভেম্বর, ২০২২
-
১০ নভেম্বর, ২০২২
-
০৪ নভেম্বর, ২০২২
-
২৬ সেপ্টেম্বর, ২০২২
-
০৮ সেপ্টেম্বর, ২০২২
-
০৫ সেপ্টেম্বর, ২০২২
-
০৯ অগাস্ট, ২০২২
-
০৭ অগাস্ট, ২০২২
