০২ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:০৩ এএম
মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী মিন্ত হেতে। ফাইল ছবি
মেডিভয়েস ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিন্ত হেতে। সোমবার তিনি জানিয়েছেন, দেশে ‘উদ্ভূত পরিস্থিত’র জন্য পদ ছাড়ছেন মিন্ত হেতে। খবর রয়টার্সের।
পদ ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুক পেজে মিন্ত হেতে সহকর্মীদের জনগণের সেবা করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষত করোনাভাইরাস মহামারিতে সেবা এবং ভ্যাকসিন দিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মিন্ত হেতে নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন নাকি জোর করে পদত্যাগ করানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই জানাননি বলে জানিয়েছে রয়টার্স।
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। পাশাপাশি দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন