৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০,৯৬৩

মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১০ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে পিএসসির বিশেষে সভায় অনুমোদন শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশেনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ অনুসরণে ৪০তম বিসিএস ২০১৮ এর লিখিত পরীক্ষার ফলাফল পিএসসির অনুমোদন অনুযায়ী প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে মোট ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে পরবর্তীতে যে কোন বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে তা সংশোধন করার অধিকার কমিশন সংরক্ষন করে। পরবর্তীতে প্রার্থীদের যোগ্যতা, চাহিদাকৃত কাগেজে ঘাটতি, অসত্য তথ্য, ও অসুদুপায়সহ কোন প্রতরণার আশ্রয় নিয়ে থাকলে কমিশন সে প্রার্থীকে অযোগ্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করতে পরেন।
এছাড়াও ফলাফল পরবর্তী সময়ে প্রার্থীদের করনীয় বিষয়েও বিজ্ঞপ্তিতে আলোচনা করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারের বিভিন্ন পদে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার কর্মকর্তা নেওয়ার জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের ৩ মে মোট ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ওই বছরের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফলেউত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের জানুয়ারিতে লিখিত পরীক্ষা হলেও করোনার কারণে ফলাফল আটকে ছিল।
