১২ জানুয়ারী, ২০২১ ১১:০২ এএম

স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এবার এসিআর প্রতিবেদন

স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এবার এসিআর প্রতিবেদন
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করেনাভাইরাস মহামারীর মধ্যে এবার সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ফরমে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন যুক্ত করার বাধ্যবাধকতা রাখেনি সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক অফিস আদেশ এই তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, “বিদ্যামান কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হল।”

সরকারি চাকুরেদের মধ্যে নবম ও এর উপরের গ্রেডের কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। এবার থেকে নৈতিকতা ও সততাকে প্রাধান্য দিয়ে এসিআরের নতুন ফরম চালু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাশাপাশি ২০১২ সালে প্রণীত অনুস্বাক্ষর লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা বাতিল করে নতুন অনুশাসনমালা জারি করা হয়েছে।

একজন কর্মকর্তা বলেন, নতুন এসিআর ফরম জারির আগে যারা এ বছরের গোপনীয় অনুবেদন জমা দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন নিয়েছেন তাদেরকে নতুন ফরম জমা দেওয়ার প্রয়োজন নেই।

জারিকৃত নতুন অনুশাসনমালা ও ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক