০১ জানুয়ারী, ২০২১ ১২:৫২ পিএম

বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: দ্বিতীয় তরঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ভাইরাসটিতে বিশ্বে আক্রান্তের সংখ্যা আট কোটি ৩৪ লাখ ছাড়িয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন ১৮ লাখ ১৮ হাজার ৩৮৭ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৯০৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং আর্জেন্টিনা দশম স্থানে আছে। তালিকায় ২৭তম অবস্থানে আছে বাংলাদেশ।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৬৮ হাজার ৮৭ জন। মারা গেছেন তিন লাখ ৪৫ হাজার ৭৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৫৫৯ জন এবং পাঁচ লাখ ১৩হাজার ৫১০ জন আক্রান্ত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও