রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরেই: বিএসএমএমইউ উপাচার্য

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর শুক্রবারেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৮ ডিসেম্বরেই এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে না এমন কোনও ঘোষণা তো দেওয়া হয়নি। সুতরাং সঠিক সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তবে পরীক্ষার ভেন্যু সস্পর্কে এখনই কিছু বলেননি তিনি।
এদিকে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, যেহেতু করোনার কারণে সব কিছু বন্ধ রাখা যাচ্ছে না, সেহেতু পরীক্ষা বন্ধ রাখার কোনও যৌক্তিকতা দেখি না।
তিনি বলেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও এই করোনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আমাদের কার্যক্রম বন্ধ রেখে লাভ নেই।
প্রসঙ্গত, রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে এ বছর ‘বিশেষ পরিস্থিতিতে’ এ পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
গত ১১ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেছিলেন, ‘ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে। এভাবেই আমরা চিন্তা করছি। কেন্দ্র পাওয়ার ওপর নির্ভর করছে। আগে ইডেনে হতো। এখন হয় বুয়েটে।’