২১ নভেম্বর, ২০২০ ০৩:৫৯ পিএম

আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসকরা দায়ী থাকবেন: স্বাস্থ্য সচিব

আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসকরা দায়ী থাকবেন: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকরা অন্যায় করলে গ্রেপ্তার হতেই পারেন বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। আজ শনিবার (২১ নভেম্ব) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন ন্যায়বিচার পাবেন, এটা নিশ্চিত। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে মানসিক চিকিৎসকদের আন্দোলনের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে এর দায় আপনাদের ওপর পরবে। অনুরোধ করছি, ধৈর্য ধরুন, হাসপাতালের ডিউটি করুন।’

এ সময় অবৈধ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে সিভিল সার্জনদের এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত নয় নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। পরদিন ১০ নভেম্বর সকালে নিহত এএসপি আনিসুল করিমের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডে ডা. মামুনের কোনো প্রকার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই রোগীর চিকিৎসা সংক্রান্ত কোনো পর্যায়েই ডা. আব্দুল্লাহ আল মামুনের কোনো প্রকার সংশ্লিষ্টতা ছিল না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত