মহামারী নিয়ন্ত্রণে বাইডেনের ১২ সদস্যের টাস্কফোর্স

মেডিভয়েস ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করবেন। ওই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন ডা. ভিভেক মারথি, সাবেক ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ও ইয়েলে ইউনিভার্সিটির ডা. মারসেলা নুনেজ-স্মিথ। খবর সিএনএনের।
স্বাস্থ্য নিয়ে তিনি প্রথম কাজ করবেন বলে জানিয়েছেন বাইডেন। শুক্রবার রাতে জনগণের উদ্দেশে বাইডেন বলেন, আমার প্রথম কাজ হবে করোনা সংক্রমণ রোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই।
সিএনএনের খবরে বলা হয়, বাইডেন সোমবার করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করবেন। ওই টাস্কফোর্স তিনজন কো-চেয়ারের নেতৃত্বে কাজ করবে। সম্ভাব্য কো-চেয়ার হচ্ছেন সাবেক সার্জন ভিভেক মারথি, সাবেক ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ও ইয়েলে ইউনিভার্সিটির ডা. মারসেলা নুনেজ-স্মিথ।
এর মাধ্যমে তিনি যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সবচেয়ে গুরুত্ব দেবেন তারই ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মার্কিন ইতিহাসে যে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট (৭ কোটি ৪০ লাখ) পেয়েছেন তিনি। বাইডেনই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বর্ষীয়ান প্রেসিডেন্ট, যিনি ৭৮ বছর বয়সে নির্বাচিত হয়েছেন।
-
০৪ মার্চ, ২০২৩
-
৩১ জুলাই, ২০২২
-
২১ জুলাই, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ ডিসেম্বর, ২০২০
-
০৯ ডিসেম্বর, ২০২০
-
০৮ ডিসেম্বর, ২০২০
-
০৫ ডিসেম্বর, ২০২০
-
০৪ ডিসেম্বর, ২০২০