৩০ অক্টোবর, ২০২০ ০১:৫৫ পিএম
হাসপাতালের যন্ত্রপাতি কেনায় দুর্নীতি

সোহরাওয়ার্দীর পরিচালক ডা. উত্তম কুমারের বিরুদ্ধে মামলা

সোহরাওয়ার্দীর পরিচালক ডা. উত্তম কুমারের বিরুদ্ধে মামলা
অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে অপারেশন থিয়েটারের আটটি লাইট, দুটি কবলেশন মেশিন ও ভেন্টিলেটরসহ দুটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে এই দুর্নীতি হয়েছে। অনিয়মের মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করা হয়েছে।

তদন্ত কমিটি প্রাথমিকভাবে উত্তম কুমার বড়ুয়ার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

অসদুপায় অবলম্বন ও দুর্নীতির জন্য ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে যেহেতু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে…, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী আপনি দুর্নীতিতে অভিযুক্ত।’

এ ব্যাপারে উত্তম কুমার বড়ুয়া ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চান কি না তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে চিঠিতে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত