২৬ অক্টোবর, ২০২০ ০২:১২ পিএম
মেডিভয়েসের প্রধান উপদেষ্টার মৃত্যুতে শোক

বিএসএমএমইউ স্থাপনে অধ্যাপক তাহিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

বিএসএমএমইউ স্থাপনে অধ্যাপক তাহিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
অধ্যাপক ডা. মো. তাহির ও অধ্যাপক ডা. কামরুল হাসান খান। (বাম দিকে থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠায় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. তাহিরের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। 

প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞের মৃত্যুতে শোক জানিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে এ কথা বলেন তিনি। 

অধ্যাপক কামরুল হাসান খান বলেন, ‘বিএসএমএমইউ যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি এর ডিরেক্টর ছিলেন। এ ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি আন্তরিকভাবে সময় দিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমিকা রেখেছেন।’ 

অধ্যাপক তাহিরের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানিয়ে বিএসএমএমইউর সাবেক উপাচার্য বলেন, ‘তিনি একজন ভালো শিক্ষক ছিলেন, ভালো অভিভাবক ছিলেন। চিকিৎসা পেশা ও মেডিকেল শিক্ষার জন্য তাঁর বিশাল ভূমিকা রয়েছে। বিদায় লগ্নে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।’

ছাত্রদের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক ছিল উল্লেখ করে অধ্যাপক কামরুল হাসান বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্কের জন্য তিনি আইডল ছিলেন। 

তিনি আরও বলেন, ‘অধ্যাপক ডা. মো. তাহির প্রতিটি চিকিৎসা আন্দোলনে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আন্দোলনের জন্য আমরা শিক্ষক হিসেবে ভূমিকা রেখেছি, সেখানেও তিনি যুক্ত ছিলেন। আর একজন পরিচালক হিসেবে তিনি আমাদের প্রতিটি কাজে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।’ 

দেশের প্রথিতযশা এ মেডিসিন বিশেষজ্ঞ আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিভয়েসের প্রধান উপদেষ্টার মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক