করোনামুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৫ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহম্মদ মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল করোনায় আক্রান্ত হাছান মাহমুদের পুনরায় করোনা পরীক্ষা করা হয়। আজ তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। একইসঙ্গে মন্ত্রীর স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। যদিও তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে মকবুল হোসেন।
তবে তিনি এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। আজ তাঁর বাসায় ফেরার কথা রয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকেই তিনি দাপ্তরিক ফাইলে স্বাক্ষরসহ মন্ত্রণালয়ের কাজের সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন বলেও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
