যেসব ওষুধে হচ্ছে ট্রাম্পের করোনা চিকিৎসা

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার অনুমোদিত কোনো ওষুধ না থাকলেও সেখানে কিছু ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে প্রথমত রেমডিসিভি দেয়া শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর ) এক লিখিত বিবৃতিতে হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রেসিডেন্ট ভালো আছেন। তাকে অক্সিজেন দিতে হচ্ছে না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আমরা রেমডিসিভির থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে প্রেসিডেন্টকে ওষুধের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি খুব শান্তভাবে বিশ্রাম নিচ্ছেন।’
এছাড়া সুস্থ রাখতে ট্রাম্পকে জিংক, ভিটামিন ডি, ফেমটিডিন, মেলাটনিন এবং অ্যাসপিরিন দেওয়া হয়েছে বলেও জানান কনলি।
এরআগে দেওয়া এক বিবৃতিতে ডা. কনলি বলেছিলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট হাউজে থাকতে ট্রাম্পকে রেজেনেরন ফর্মাসিটিক্যালের পরিক্লোনল অ্যান্ডিবডি ককটেল (REGN-Cov2) দেওয়া হয়। ওই ওষুধটি শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।
তিনি আরো বলেন, ‘শুক্রবার বিকাল থেকে তিনি কিছুটা দুর্বলতা অনুভব করলেও মানসিকভাবে তিনি চাঙ্গা আছেন। বয়স এবং ওজনের কারণে ট্রাম্প রোগ মারাত্মক আকার ধারণের ঝুঁকিতে আছেন। ৭৪ বছর বয়সের ট্রাম্পের বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) ৩০ এর ওপরে, যাকে বলা যায় ওজনাধিক্য বা স্থুলতা।’
ফার্স্ট লেডি মেলানিয়ার বয়স ৫০ বছর। তার শরীরেও মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে জানান ডা. কনলি। বলেন, ‘ফার্স্ট লেডির হাল্কা কাশি এবং মাথাব্যাথা হচ্ছে।’
প্রসঙ্গত, একাধিক গবেষণায় রেমডিসিভির ব্যবহারে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের উন্নতি হওয়ার প্রমাণ পাওয়ার পর এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের অনুমতি দেয়।
রেমডিসিভির সহ আরো কয়েক ওষুধ পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হলেও এখন পর্যন্ত এ রোগের নিশ্চিত কোনো ওষুধ বা চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হয়নি।
-
১৫ মে, ২০২২
-
১৪ মে, ২০২২
-
১৩ মে, ২০২২
-
১৩ মে, ২০২২
-
১২ মে, ২০২২
-
১২ মে, ২০২২
-
১২ মে, ২০২২
-
১১ মে, ২০২২
-
১০ মে, ২০২২
-
০৯ মে, ২০২২