০১ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩১ পিএম

স্বাস্থ্যখাত পুনর্গঠনে ‘পরামর্শ’ চায় এফডিএসআর

স্বাস্থ্যখাত পুনর্গঠনে ‘পরামর্শ’ চায় এফডিএসআর

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যখাত পুনর্গঠনে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ সকল মানুষের পরামর্শ চেয়েছে চিকিৎসকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর)। সংগৃহীত পরামর্শ ও বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটা প্রস্তাবনা তৈরি করে সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানোর চিন্তা করছে সংগঠনটি। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এফডিএসআর চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাত মিল্টন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এফডিএসআরের জন্মলগ্ন থেকেই আমরা স্বাস্থ্যখাতে সংস্কারের কথা বলছি। এটা নিয়ে আমাদের লিখিত প্রস্তাবনা থাকা উচিত। আপনাদের অনেকেই মাঝেমধ্যে বিভিন্ন ইস্যুতে চমৎকার পরামর্শ দিয়ে থাকেন। আমরা আপনাদের পরামর্শ ও বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গির আলোকে একটা লিখিত প্রস্তাবনা তৈরি করবো। সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের পুনর্গঠনে আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো এই [email protected] ঠিকানায় আমাদের জানান।’

আবুল হাসনাত মিল্টন বলেন, ‘চিকিৎসকদের স্বার্থ সুরক্ষার বিষয়টি স্বাস্থ্যখাতের পুনর্গঠনের সাথে সম্পর্কিত। এফডিএসআর তাই সামগ্রিকভাবেই স্বাস্থ্যখাত নিয়ে কাজ করতে চায়। নীতিনির্ধারণী পর্যায়ে এ ব্যাপারে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আমরা কাজ করছি। এ লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি। ঝিমিয়েপড়া স্বাস্থ্যখাতকে এফডিএসআর একটা প্রচণ্ড ঝাঁকুনি দিতে পেরেছে। এসব ক্ষেত্রে মিডিয়া আমাদের যথেষ্ট সহায়তা করছে।’

এফডিএসআর নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এফডিএসআর সক্রিয় থাকবে। পাশাপাশি চিকিৎসকসহ স্বাস্থ্য সকল স্বাস্থ্যকর্মী নিরাপদে কর্মক্ষেত্রে সেবা প্রদান করবেন। এটুকুই আমার প্রত্যাশা। আমরা স্বাস্থ্যখাতের পুনর্গঠনের পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন স্বার্থ নিয়েও সুনির্দিষ্টভাবে কথা বলছি এবং বলে যাবো। একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি।’

এফডিএসআরের দপ্তর সম্পাদক ডা. মো. রশিদুল হক মেডিভয়েসকে জানান, এফডিএসআর একটি অরাজনৈতিক, বেসরকারি, স্বেচ্ছাসেবী এবং দাতব্য সংগঠন। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জাতিভেদে বৈষম্যহীনভাবে এফডিএসআর চিকিৎসক স্বার্থ সংশ্লিষ্ট ও সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এফডিএসআরের লক্ষ্য-উদ্দেশ্য:

১. নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশে চিকিৎসকরা দক্ষতা ও যোগ্যতার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিবে এমন একটি চিকিৎসক ও রোগী বান্ধব চিকিৎসা পরিবেশ গঠনে সহায়তা করা।

২. রোগীদের স্বাস্থ্যসেবা বিশেষভাবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা  নিশ্চিতকরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক সকল কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা প্রদান।

৩.  চিকিৎসকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সবধরনের সহযোগিতা প্রদান।

৪. চিকিৎসক, রোগী এবং স্বাস্থ্যকর্মীদের আইনগত সহায়তা, আইনী পরামর্শ, উপদেশ এবং সবধরনের আইনগত সুবিচার নিশ্চিতকরণে সহজ সম্ভব সহায়তা প্রদান।

৫. দরিদ্র মানুষের জন্য মানবাধিকার ও দাতব্য অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ ও অব্যাহত রাখা।

৬. হত-দরিদ্র, বন্যার্ত, শীতার্ত তৃণমূল মানুষের জন্য ত্রাণ সহায়ক কর্মসূচি গ্রহণ ও অব্যাহত রাখা।

৭. বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষামুলক কর্মসূচি যা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা রোগীর জীবন মান উন্নয়নে সহায়ক তা গ্রহণ করা।

৮. দক্ষতা বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, লেকচার পরিচালনা করা।

৯. পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সকল কার্যকলাপ বন্ধে এবং পরিবেশের বাস্তসংস্থান রক্ষায় প্রচার প্রচারণা ও সচেতনতামুলক কর্মসূচি গ্রহণে সবধরনের উদ্যোগ গ্রহণ।

১০. ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী এবং আগ্রহী সকলের জন্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে  লেকচার, সেমিনার, সিম্পজিয়াম, উন্মুক্ত আলোচনা, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ ব্যবস্থা করা।

১১. দেশে ও বিদেশে বিভিন্ন সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও শিক্ষামুলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান।

১২. সামাজিক উন্নয়নে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পথসভা, ক্যাম্পেইন, সভা, সংবাদ  ব্রিফিং প্রচারণামুলক কর্মসূচি গ্রহণ করা।

১৩. চিকিৎসা সম্পর্কিত গবেষণামুলক পত্রিকা, মূলপ্রবন্ধ, বই, বুলেটিন, ত্রৈমাসিক পত্রিকা প্রকাশর উদ্যোগ নেয়া এবং ব্যবস্থা করা।

১৪. অন্যান্য প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও সাথে পারস্পরিক সহযোগিতা ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরী এবং স্থানীয়, দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, গ্রুপ, প্রতিষ্ঠান ও এনজিও দের সাথে  চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে উন্নয়নমূলক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

  ঘটনা প্রবাহ : এফডিএসআর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক