১৭ অগাস্ট, ২০২০ ০২:০৬ পিএম
করোনায় পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়কের মৃত্যু

সমরেশ দাস। ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাশ (৭৭)। সোমবার ভোরে (১৭ আগস্ট) সল্টলেকের একটি বেসরকারি করোনা নিবেদিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে প্রথমে পাঁশকুড়ার একটি হাসপাতালে ভর্তি হন সমরেশ। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এছাড়া নানা ধরনের শারীরিক সমস্যা ছিল তাঁর।
অবস্থার অবনতি হলে গত ২৪ জুলাই পাঁশকুড়ার হাসপাতাল থেকে তাঁকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সল্টলেকে প্রথম থেকেই ভেন্টিলেশনে ছিলেন সমরেশ। স্থানীয় সময় আজ ভোর ৪টা ২৫ মিনিটে মারা যান তিনি।
কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৬ জুন, ২০২৩
-
০২ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
২৭ মে, ২০২৩
-
২৬ মে, ২০২৩
-
০৯ মে, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন