০৩ অগাস্ট, ২০২০ ০৩:৪৮ পিএম
পদায়নের জন্য অপেক্ষমান

সিনিয়র-জুনিয়র কনসালটেন্ট চিকিৎসকদের তালিকা প্রেরণের নির্দেশ

সিনিয়র-জুনিয়র কনসালটেন্ট চিকিৎসকদের তালিকা প্রেরণের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়নের জন্য অপেক্ষমান চিকিৎসকদের তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

গত ৩০ জুলাই মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদের যে সকল চিকিৎসক প্রেষণ শেষে বা ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে পরবর্তী পদায়নের জন্য অপেক্ষমান রয়েছেন নিম্নোক্ত ছক মোতাবেক তাদের তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মহাপরিচালক বরাবর পাঠানো ওই আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

এছাড়াও আদেশের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, মন্ত্রণালয়ের কম্পিউটার সেলের সিস্টেম এনালিস্ট (পত্রটি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো) এবং সেবা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত