
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
০১ অগাস্ট, ২০২০ ০৫:৩৬ পিএম
কখন যে ৩২ বছর জীবন থেকে চলে গেছে বুঝিনি

সেনাবাহিনীতে ১৯৮৮ সালের ১৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুলাই। কখন যে ৩২ বছর জীবন থেকে চলে গেছে বুঝিনি। আমি ৪ বছর ৭ মাস ২৫ দিন আগে থেকেই সেনাবাহিনীতে নামমাত্র ছিলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে সবাইকে নিয়ে কাজ করেছি। ১৮ জুলাই ময়মনসিংহ থেকে বিদায় নিয়েছি।
সেনাবাহিনীতে প্রত্যাবর্তন ৫ দিনের জন্য ২৬ জুলাই থেকে ৩০ জুলাই। অবসরের জন্য ৫ দিন সেনাসদরের চিকিৎসা পরিদপ্তরে ফিরে আসা।
সেনাবাহিনী ভাল সংগঠন। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে উনি আমাকে স্বাভাবিক অবসরে পাঠিয়েছেন।
আমার কর্মজীবনে ইচ্ছে করে কাউকে অসন্মান করিনি। চেষ্টা করেছি সংস্থার ভাল করার জন্য। তারপরেও কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়। সেনাবাহিনীর জীবনে কেউ আমার আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। কারন আল্লাহ ক্ষমাকারীর মর্যাদা বৃদ্ধি করেন।
বাংলাদেশের বাস্তবতায় কোন সংস্থায় বেশি ভাল করতে গেলে সমস্যায় পড়তে হয়। আমার বেলায় তার ব্যত্যয় হয়নি। এ জন্য কোন ক্ষোভ নেই। সন্মান, পদন্নোতি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমি আমার চেষ্টা করেছি। সরকার আমাকে পদোন্নতির যোগ্য মনে করেনি। কষ্ট পাইনি এ কথা বললে মিথ্যা বলা হবে।
মানুষের দোয়ার উপর সারাজীবন ভরসা করেছি। কিন্তু এখন হয়তো আরো যোগ্যতা লাগে। আমাকে যোগ্য না মনে করায় কর্তৃপক্ষ সুপারিশ করেনি। এটা অত্যন্ত স্বাভাবিক। আমি এজন্য কাজ করা বন্ধ করিনি।
আমি মাননীয় সেনাবাহিনী প্রধান এর কাছে কৃতজ্ঞ উনি শেষ কর্মদিবসে আমাকে সময় দিয়ে, উপহার দিয়ে সন্মানিত করেছেন।
আমি অসাধারণ সাধারণ মানুষদের,সৈনিকদের কাছে কৃতজ্ঞ তাঁদের অকৃত্রিম ভালবাসার জন্য। আমার প্রিয় সহকর্মীদের কাছে কৃতজ্ঞ তাদের আন্তরিক ভালবাসার জন্য।
-
৩০ নভেম্বর, ২০২০
-
৩০ অক্টোবর, ২০২০
-
২৮ সেপ্টেম্বর, ২০২০
-
৩১ অগাস্ট, ২০২০
-
০১ অগাস্ট, ২০২০
-
১৭ জুলাই, ২০২০
-
১৭ জুলাই, ২০২০
-
১১ জুলাই, ২০২০

উদ্বোধন ২৭ জানুয়ারি
প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৩৫ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
উদ্বোধন ২৭ জানুয়ারি
প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৩৫ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
