করোনা এবারই একেবারে নির্মূল হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বে এমন কোন দেশ বা এলাকা নেই যেখানে ভাইরাসটি তার তাণ্ডব চালায়নি। অধিকাংশ বিশেষজ্ঞদের আশঙ্কা এর থেকে এত সহজে মুক্তি নেই, প্রতিবছরেই সাধারণ ফ্লুর মতো ভাইরাসটি ফিরে আসবে। তবে এর মধ্যেই আশার কথা শুনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে এবারেই করোনা সম্পূর্ণ নির্মূল হবে, ফ্লুর মতো বারবার ফিরে আসবে না।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ড. মার্গারেট বলেন, মানুষ এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার বুঝতে হবে যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে। এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে এটি হাজির হবে না।
উত্তরাঞ্চলীয় দেশগুলোর করোনা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। সবাইকে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এছাড়াও এখন করোনার পিক সময় চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওঠানামা করবে। তবে আশার বিষয় হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৫৬ হাজার প্রায়। তবে প্রায় ১ কোটি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
-
০২ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
২৭ মে, ২০২৩
-
২৬ মে, ২০২৩
-
০৯ মে, ২০২৩

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
