২৮ জুলাই, ২০২০ ০৮:২৬ পিএম

অনিয়মের অভিযোগে আল আশরাফ হাসপাতাল বন্ধ

অনিয়মের অভিযোগে আল আশরাফ হাসপাতাল বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস চলাকালে নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে অধিদপ্তেরের অনুমোদন না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালটিতে অধিদপ্তরের অভিযানে নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) অত্যন্ত নিম্নমানের। সংকটাপন্ন রোগীদের জন্য এমন আইসিইউ কখনোই গ্রহণযোগ্য না। প্রতিষ্ঠানটির অনুমোদনবিহীন ল্যাবে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ জুলাই উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় প্রতিষ্টানটির বিরুদ্ধে নানা অনিয়মের সত্যতা পায় অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক