২৪ জুলাই, ২০২০ ১০:২৩ পিএম

ঢাকা মেডিকেলে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

ঢাকা মেডিকেলে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

মেডিভয়েস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ পরিবহনের অ্যাম্বোলেন্স রাখাকে কেন্দ্র করে কর্মচারীদের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল তিনটায় ঢামেক জরুরি বিভাগের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ২ এর পাশে লাশ পরিবহন এ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. রমিজ ও হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষই রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। 

এতে হাসপাতালের কর্মচারী আয়েশা মনসুর বিউটি (৩৫), মো. মনসুর (৪৫), আল আমিন (২০), আকাশ (২৫), পথচারী মো. মোস্তফা (২৮), জুনায়েদ পাভেল (২৫) ও বুলি (২২) আহত হন। 

এ বিষয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শিপন মিয়া গণমাধ্যমকে বলেন, অ্যাম্বোলেন্স রাখাকে কেন্দ্র করে গতকাল রাতে এবং আজ দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনা সমধানের জন্য আজ বেলা ৩টার দিকে রমিজ ও আব্দুল খালেককে নিয়ে সমিতি ঘরে আলোচনায় বসা হয়েছিল। এই সময় সমিতির বাইরে আবারও সংঘর্ষ হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢামেকে কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক