০৩ জুলাই, ২০২০ ০৪:২৪ পিএম

ইবনে সিনায় করোনার চিকিৎসা শুরু

ইবনে সিনায় করোনার চিকিৎসা শুরু
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু করেছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি রাজধানীর কল্যাণপুরে প্রতিষ্ঠানটির করোনা ইউনিটের উদ্বোধন করা হয়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাকালীন এই সময়ে হাসপাতালে সাধারণ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। পাশাপাশি কোভিড-১৯ চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ অত্যাধুনিক সকল বিশ্বমানের সেবা নিয়ে প্রস্তুত করা হয়েছে কোভিড-১৯ ইউনিট।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে হাসপাতালে কোভিড নেগেটিভ সাধারণ রোগীদের জন্য আছে ‘গ্রিন জোন’ নামে নিরাপদ ব্যবস্থাপনা, যা কোভিড ইউনিট থেকে সম্পূর্ণ আলাদা। 

সন্দেহভাজন কোভিড বা করোনা রোগীদেরকে ‘অবজারভেশন কেবিন ব্লকে’ চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

কোভিড রোগীদের জন্য নির্ধারিত ‘রেড জোনে’ রয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন ব্যবস্থা, যার মাধ্যমে রোগীদেরকে প্রয়োজনে হাই ফ্লো নেজাল ক্যানুলার সেবা প্রদান করা হয়।

নমুনা পরীক্ষায় যেসব রোগীর নেগেটিভ ফল এসেছে, কিন্তু এখনো তাদের দেহে পুরোপুরি করোনার লক্ষণ বিদ্যমান অথবা এক্সরে ও সিটিস্ক্যানে করোনার লক্ষণ ধরা পড়েছে, এ সকল রোগীর জন্য মেডিকেলের কোভিড ইউনিটে আছে ইয়েলো জোন। রোগীদের সুবিধার্থে এখানেও সেন্ট্রাল অক্সিজেন লাইনের ব্যবস্থা রাখা হয়েছে।  

এছাড়াও হেপা-ফিল্টার নেগেটিভ প্রেসারের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আছে, সেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলার সুবিধাসম্বলিত কোভিড আইসিইউ ও সাধারণ আইসিইউ আছে।  

রোগীর সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে প্রস্তুত করা প্রতিটি জোনেই রয়েছে এসি, নন-এসি কেবিনের সুবিধা। 

এ হাসপাতালে নতুন চালু হওয়া করোনা ইউনিটে রয়েছে দেশের বেসরকারি পর্যায়ের প্রথম বিসিএ-২ পিসিআর ল্যাব, যেখানে দিনে প্রায় ৫০০টি নমুনা পরীক্ষা করা যায়। ভর্তি রোগীদেরকে একদিনের মধ্যেই শনাক্ত করা হয় কোভিড-১৯ সংক্রমণ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য থাকছে কোভিড টেস্ট করার বিশেষ ব্যবস্থা। কোনো লাইনে দাঁড়াতে হবে না। 01311799595 নাম্বারে যোগাযোগ করে হাসপাতালে যেতে হবে এবং সাথে রাখতে হবে আইডিকার্ড বা বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর৷

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক