করোনা পরিস্থিতিতে সচিবালয়ই একমাত্র অফিস নয়: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: করোনার এই দুঃসময়ে কেবল সচিবালয়ে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ শিরোনামে সংবাদ প্রচারের সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার ( ২৫ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক অনির্ধারিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যখাতে কাজ করতে কেবল সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর কাজ নয়। বরং দেশের কোন হাসপাতালে কি কাজ হচ্ছে, মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে কিনা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোন সমস্যা হচ্ছে কিনা এগুলো দেখভাল করা ও খোজ নিয়ে যথার্থ উদ্যোগ নেয়াটাই এখন আসল কাজ।’
এ সময় ‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ শিরোনামে সংবাদ প্রচারের সমালোচনা করে তিনি বলেন, ‘পরিবেশিত সংবাদটি মিথ্যা ও জনমনে উস্কানিমূলক। এই শিরোনামেই গলদ রয়েছে।'
অফিসে নিয়মিত না আসার কারণ উল্লেখ করে হিসেবে তিনি বলেন, তার জনসংযোগ কর্মকর্তা গত ২৭ মে থেকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ জন্য তিনি হোম কোয়ারাইনটাইনে ছিলেন। এর আগে মন্ত্রীর একান্ত সচিব করোনায় আক্রান্ত থাকাকালে আরেক দফা ১৪ দিনের হোম আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে। তারপর স্বাস্থ্য শিক্ষা সচিব জনাব আলী নূর সপরিবারে করোনায় আক্রান্ত হন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও করোনায় আক্রান্ত হন।
সচিবালয়ে বর্তমানে তার দপ্তরে ৩ জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সহকারী সচিব ও অন্যান্য কর্মচারীসহ ৪৫ জন করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছেন। এই অবস্থায় নিয়মিত অফিসে আসার বিপরীতে অনলাইনে নির্দেশনা সমূহ বাস্তবায়নে কাজ করে যাওয়াকে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করেছেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী তার দপ্তরের সরকারি ফাইল একদিনের জন্যেও আটকে থাকেনি উল্লেখ করে মাত্র একটি করোনা পরীক্ষা ল্যাব থেকে ৬৬টি ল্যাব চালু, পরীক্ষা বৃদ্ধি, ১৫ দিনে বসুন্ধরায় ২০০০ বেডের আইসোলেশন সেন্টার স্থাপন ও ৭০ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপনসহ নানা কাজের বিস্তারিত তুলে ধরেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। মারা গেছেন ১ হাজার ৬২১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন। দেশে করোনার সংক্রমনের আগে থেকেই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে জাহিদ মালেকের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
-
২৩ ঘন্টা আগে
-
০২ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
২৭ মে, ২০২৩
-
২৬ মে, ২০২৩
-
০৯ মে, ২০২৩