দেশে হাজার ছাড়ালো করোনায় মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৩১৯০

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১০১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও তিন হাজার ১৯০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে।
আজ বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৪১ হাজার ৫৬০টি। নতুন পরীক্ষায় তিন হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ১২ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৫৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট ১৫ হাজার ৯০০ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১,০১২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। মৃতের সংখ্যা চার লাখ ৭ হাজার ৩২৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২২ হাজার ৪২১ জন।
-
২১ মার্চ, ২০২৩
-
১৬ মার্চ, ২০২৩
-
১৫ মার্চ, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
০২ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৩