০৭ জুন, ২০২০ ০৫:০৬ পিএম

স্কয়ার হাসপাতালের ডা. মির্জা নাজিম উদ্দিন আর নেই

স্কয়ার হাসপাতালের ডা. মির্জা নাজিম উদ্দিন আর নেই

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) এবং মেডিকেল সার্ভিসের পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন (৬৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আজ রোববার (৭ জুন) বিকেল ৪টায় তিনি স্কয়ার হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং হাসপাতালটির সেবা বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. খালেদা ইয়াসমিন মির্জা, দুই ছেলে, এক মেয়ে ও পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এবং স্কায়ার হাসপতাল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক