অধ্যাপক পদে পদোন্নতি পেলেন আট চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন বিভাগের ৮ জন চিকিৎসক। এর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের দুইজন, কার্ডিওলজি বিভাগের ২ জন ও শিশু বিভাগের চারজন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (চ. দা.) ডা. হাফেজা আফতাব এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মরত সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুজ্জামান। এছাড়াও তিনি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে সংযুক্ত আছেন।
কার্ডিওলজি বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক (চ. দা.) ডা. মুহম্মদ শাহাবুদ্দীন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস।
শিশু বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক (চ. দা.) ডা. সাকিল আহম্মদ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক ডা. নাজমা বেগম, যিনি মুগদা মেডিকেল কলেজেও সংযুক্ত রয়েছেন এবং রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক (চ. দা.) ডা. মোহা. বেলাল উদ্দিন।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে তা কাজ কার্যকর হবে।