কুমিল্লায় করোনাজয়ী ১২ জনকে ফুলেল শুভেচ্ছা

মেডিভয়েস ডেস্ক: কুমিল্লার লাকসামে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ১২ জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। দীর্ঘদিন করোনা আক্রান্ত থেকে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা।
গতকাল লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ওই ১২ জন করোনা বিজয়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আবদুল আলিম দিদার, হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাবৃন্দ, নার্সসহ অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় এই পর্যন্ত ৬৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৫৪৬ জনের রিপোর্ট এসেছে। প্রাপ্ত রিপোর্টে ৮৮ জনের পজেটিভ এবং ৪৪০ জনের রিপোর্ট নেগেটিভ। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১২৯ জনের রিপোর্ট।
লাকসামে এই পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন একজন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার বিস্তার রোধ করা সম্ভব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মনে চলার আহবান জানান।
-
০৭ ডিসেম্বর, ২০২৩
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
২৮ অগাস্ট, ২০২৩
-
২০ অগাস্ট, ২০২৩
-
১৯ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩
-
০৫ অগাস্ট, ২০২৩
-
২২ জুলাই, ২০২৩
-
১৫ জুলাই, ২০২৩